November 6, 2025
ঢাকা: ১৮ দলের ডাকা রোববারের হরতাল প্রসঙ্গে জোটের নেতাকর্মীদের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “আগামীকাল (রোববার) বুঝেশুনে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে যা যা করার দরকার সবই করবে।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পতনের দাবিতে এবং এক মাসের জন্য রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ১৮ দল।
কামরুল বলেন, “বিরোধী দল একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে হরতাল ডাকছে। এ হরতালে নৈরাজ্য হলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।”
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফেরারী আসামি উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, “তারেক জিয়া পলাতক ফেরারী আসামি। তার বিরুদ্ধে দুটি মামলা আছে। এগুলোর বিচার কাজ শেষের দিকে। এ মামলায় তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা আছে যেকোনো মূল্যে তা তামিল করা হবে।”
কামরুল ইসলাম বলেন, “তারেকের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা তার ঢাকার ঠিকায় পাঠানো হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। এ কারণে তা ফেরত এসেছে। তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি। এখন তাকে ট্রেস করা গেছে। যেকোনো মূল্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে এজন্য ইন্টারপোলের সাহায্য নেয়া হবে।”
সংগঠনের ঢাকা বিভাগ শাখার যুগ্ম আহ্বায়ক মাখছুদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।