November 6, 2025
রাজশাহী: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিবির কর্মীরা পবার ইউসুফ স্কুলের সামনে চারটি বিদ্যুতের খুঁটি ফেলে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে।
পরে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
বেলা পৌনে ৩টার দিকে মহানগরীর শাহ মখদুম কলেজের সামনে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রোকনুজ্জামানের গাড়ির পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। তবে এতে কেউ আহত হয়নি।
বেলা ৩টার দিকে শিবির কর্মীরা মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাস্তার উপর আগুন ধরিয়ে অবরোধ করে রাখে। সেখানে পুলিশ পৌঁছুলে শিবির-পুলিশ সংঘর্ষ বেধে যায়। রাস্তা অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া বিনোদপুরে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
বিকেল সাড়ে ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত মহানগরীর আরও বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ছোট ছোট সংঘর্ষের খবর পাওয়া গেছে।