পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাউন্সিলের পর সরকার হটাও আন্দোলন: হাফিজ

Posted on February 27, 2016 | in রাজনীতি | by

ঢাাক: বিএনপির কাউন্সিলে পদে পদে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পদ-পদবির লোভে নয়, বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং নির্দেশনায় কাউন্সিলের পর ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামা হবে।

resize58056
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় হাফিজ এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠানের জন্য ভেন্যু পাইনি। কারণ সরকার সমর্থকরা আমাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রসঙ্গ টেনে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১১৪টি ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন হচ্ছে। জবরদখলের ধারাবাহিকতার এই নির্বাচন হতে যাচ্ছে।
বিচারালয়ে ন্যায় বিচার হওয়া নিয়ে হতাশা ব্যক্ত করে হাফিজ বলেন, বিচার বিভাগের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে ফারাক আছে।
সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উৎসঃ ঢাকাটাইমস

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud