November 5, 2025
কক্সবাজার: কক্সবাজারকে ঘূর্ণিঝড় মহাসেন হতে বিপদমুক্ত ঘোষণা করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আবহাওয়া অীফসের কর্মকর্তারা জানান, কক্সবাজারের আকাশে এখন ঝলমলে রোদ। মহাসেন দুপুরে চট্টগ্রামের সন্দীপ হয়ে নোয়াখালী অঞ্চল অতিক্রম করছে। কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল অমিন সাংবাদিকদের বলেন, আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছে। কক্সবাজার এখন বিপদমুক্ত।
তবে ঘূর্ণিঝড় ও ভরা পূর্ণিমার কারণে সাগরে জোয়ারের পানির স্বাভাবিকের চেয়ে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়াসহ অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।