পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ওআইসি মহাসচিব ঢাকায় আসছেন শনিবার

Posted on May 3, 2013 | in আন্তর্জাতিক | by

sg-bioঢাকা: মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার(ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন এহসানগলু শনিবার বাংলাদেশে আসছেন।

আসন্ন সফরে তিনি সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে এক বিবৃতিতে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সন্তোষজনক সমাধানে পৌঁছ‍ুতে সব পক্ষকে সহিংসতা বন্ধ করে সংযত হওয়ার আহবান জানান ওআইসি মহাসচিব। সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও পরামর্শ দেন তিনি।
এদিকে জাতিসংঘেরও একটি প্রতিনিধি দল আগামী ৭ মে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud