November 6, 2025
ঢাকা: দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়। এ বছর সব বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ০৩ শতাংশ। মোট পাসের সংখ্যা ১১ লাখ ৫৪ হাজার ৭৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
এবছর ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৩০%, রাজশাহীতে ৯৪.০৩%, চট্টগ্রামে ৮৮.০৪%, সিলেটে ৮৮.৯৬%, কুমিল্লায় ৯০.৪১%, বরিশালে ৮৮.৬৩%, যশোরে ৯২.৬২% এবং দিনাজপুরে ৯০.৬০%। এছাড়া মাদরাসায় ৮৯.৩১% ও কারিগরি বোর্ডে ৮১.১৩%।
বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ। পাসের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯০৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ২৭৫ জন। যেখানে পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৬ হাজার ৩৩৭ জন। মানবিকে পাস করেছে ৩ লাখ ৩৫ হাজার ৪৭৫ জন। যেখানে পাসের হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৮ জন। যেখানে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৯২ হাজার ১০৯ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯০ দশমিক ৯৩ শতাংশ। পাস করেছে ৩ লাখ ৩৫ হাজার ৫১২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৪৮ জন। যেখানে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৮ হাজার ৯৭১ জন।
এবার পাসের দিক থেকে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ৬৫ হাজার ৮৭৮ এবং ছাত্রী ৬ লাখ ৩১ হাজার ১৫৬ জন। এর মধ্যে মোট ছাত্র পাস করেছে ৫ লাখ ৯৩ হাজার ৮৩৮ জন। যেখানে পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৩৯২ ছাত্র। অপরদিকে মোট ৫ লাখ ৬০ হাজার ৯৪০ জন ছাত্রী পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ। ৩৮ হাজার ৮৩৪ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
দুপুর ২টা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে (www. educationboardresult.gov.bd) ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া ওই সময় থেকে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।
এবার সারাদেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিকের পরীক্ষা দেয়।
এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মাথায় ফলাফল প্রকাশিত হচ্ছে।