পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এভারেস্ট জয়ের পর বাংলাদেশি যুবকের মৃত্যু

Posted on May 21, 2013 | in জাতীয় | by

hossainনেপাল: পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট চূড়ায় আরোহনের পর এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। চূড়া থেকে নেমে আসার সময় তার এই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত বাংলাদেশির নাম মোহাম্মাদ হোসাইন (৩৫)। তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক যুবকও মৃত্যু কোলে ঢলে পড়ে।

নেপালের পর্যটন অফিসের কর্মকর্তারা মঙ্গলবার এই মৃত্যুর খবর প্রকাশ করেন। তবে কবে তারা মারা গেছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানা যায়নি।
নেপালের পর্যটন দফতরের কর্মকর্তারা বলেছেন, মোহাম্মদ হোসাইন এভারেস্ট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে সাফল্যের সঙ্গে আরোহন করতে সক্ষম হয়েছিলেন। এএফপির খবরে একথা বলা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud