December 23, 2025
ঢাকা : বিশ্বের বৃহত্তম মানবপতাকা তৈরি করে গিনেস বুকে স্থান পাওয়ার পর এবার জাতীয় সংগীত গেয়ে গিনেস বুকে নাম ওঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।তিন লাখ মানুষের কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড এ বাংলাদেশের নাম সংযোজনের জন্য প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে।যদিও গত শনিবার বাংলাদেশের মানব তবে এর জবাবে প্রস্তুত বাংলাদেশ। গিনেস বুকে নাম ওঠানোর ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কোয়াডে সর্বাধিক ৩ লাখ মানুষের এক সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ডে বাংলাদেশের নাম সংযোজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দায়িত্ব ও সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটির বৈঠক হয়েছে।এর আগে ২০১৩ সালের ৬ মে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন মিলে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে গিনেস বুকে নিজের নাম উঠিয়েছিল ভারত।