November 6, 2025
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন জ্বালানী খাতে গবেষণার জন্য এনার্জি রিসার্চ কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী, দেশবাসীকে গ্যাস ও বিদ্যুৎ খরচে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিদ্যুৎ বিল কমাতে চাইলে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।
সকালে রাজধানীর একটি হোটেলে ১০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন উদযাপন এবং ১০ লাখ পরিচ্ছন্ন চূলা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের নানা উদ্যোগের কারণে বিদ্যুতের দৈনিক উৎপাদন ৬ হাজার ৩৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে এবং ৫ হাজার ৮৭৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে।