পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এখন জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রধানমন্ত্রী

Posted on June 21, 2017 | in জতীয় সংসদ, রাজনীতি | by

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত (১৯৭২-২০১৭) বিভিন্ন সরকারের আমলে দেশে মোট ১৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে কিছু পুরনো কেন্দ্র বিভিন্ন সময়ে অবসরে যাওয়ায় বর্তমানে জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বর্তমানে ক্যাপটিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

বুধবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে ৯ হাজার ৫৪৮ এবং  খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের দুই আমলে ১ হাজার ৮২৮ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৯৭২-১৯৮১ সালে ২৮৬ মেগাওয়াট, ১৯৮২-১৯৯০ সালে ১ হাজার ৫৮৮ মেগাওয়াট, ১৯৯১ সালের মার্চ-১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ৫৮৮ মেগাওয়াট, ১৯৯৬ সালের জুন থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ২০৮ মেগাওয়াট, ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৪০ মেগাওয়াট, ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪৬ মেগাওয়াট এবং ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের মে পর্যন্ত ৮ হাজার ৩৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে সরকারি খাতে ৬ হাজার ৭০৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি এবং বেসরকারি খাতে ৪ হাজার ৬৫৬ মেগাওয়াট ক্ষমতার ১৮টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রসমূহ ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, সরকারি খাতে ২ হাজার ৭৩ মেগাওয়াট ক্ষমতার ৮টি এবং বেসরকারি খাতে ২ হাজার ৮৪৪ মেগাওয়াট ক্ষমতার ২৬টি বিদ্যুৎ কেন্দ্রসহ সর্বমোট ৪ হাজার ৯১৭ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকারি খাতে ৬ হাজার ৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। আগামী জুলাই ২০১৮ নাগাদ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ২০২৩ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সরকার দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নে সরকার প্রধান বলেন,প্রতি বছর ২ লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র একজন ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছে।

সরকার দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট সদস্য ২৮ লাখ ৪৭ হাজার।

সরকার দলের কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud