December 23, 2025
ঢাকা: আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এই তথ্য জানিয়ে বলেন, সোমবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক স্মারক চিঠি জারি করেছে। গত পাঁচ বছর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু করা হয়। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের অনুরোধে এবারের এইচএসসি, আলীম, এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা ১ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল শুরু হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচি স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে বলেও জানান তিনি।