পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইরানের বিপক্ষে জয়ে শুরু ফিলিপাইনের

Posted on May 21, 2013 | in খেলাধুলা | by

afc-women-sm20130521065514

ঢাকা: শক্তিশালী ইরানকে হারিয়ে এএফসি এশিয়ান কাপ ২০১৪ গ্রুপ বি বাছাইপর্ব শুরু করেছে ফিলিপাইনের নারী ফুটবলাররা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেসি এনে শাগের জোড়া গোলে ৬-০ ব্যবধানে জিতেছে ফিলিপাইন।

পশ্চিম এশিয়ার নারী ফুটবলে আধিপত্য করা ইরান যেন এদিন পাত্তাই পেল না র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছনে থাকা ফিলিপাইনের কাছে। ‘বি’ গ্রুপের বাছাইপর্বের খেলায় দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফিলিপিনোরা। নাতাশা ওলদিনের কর্নার থেকে পাওয়া বল ইরানের জালে পাঠান মিডফিল্ডার হেদার কুক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেগান মারি জুরাডো। কিছুক্ষণ পর বাঁকানো শটে শাগ দলের তৃতীয় গোলটি করেন।

প্রথমার্ধে দলকে ইরানের ধরাছোঁয়ার বাইরে চলে যায় ফিলিপাইন। শাগের ক্রস সামাল দিতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ইরানি ডিফেন্ডার শার্শিন কামাঙ্গার। ৪১ মিনিটে গোলদাতার তালিকায় নাম লেখান জোয়ানা হুপলিন।

খেলার শেষ মুহূর্তে জোড়া গোল পূর্ণ করেন শাগ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud