November 5, 2025
বিনোদন ডেস্ক: নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ববি। রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ নামের ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তিতাস কথাচিত্র প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে ১ জুলাই থেকে। এরই মধ্যে প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ববি।
তিনি বলেন, ‘ছবিটির নামেই একটা মজা আছে। গল্পেরও সেই মজাটা থাকবে। আমি পাণ্ডুলিপিটা পড়েই পরিচালককে সম্মতি জানিয়ে দিয়েছি। একদিকে যেমন কমেডি, অন্যদিকে প্রেমথদুইয়ে মিলে টান টান উত্তেজনা দর্শকদের নিয়ে যাবে ছবির শেষ দৃশ্য পর্যন্ত। রাজু চৌধুরীর বেশ কিছু ছবি আমি দেখেছি। তাঁর নির্মাণশৈলী চমৎকার।
তাঁর সঙ্গে কাজ করতে পারব ভেবে ভালোও লাগছে।’ ববি এখন কাজ করছেন মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিতে। এতে তাঁর বিপরীতে আছেন শাকিব খান। হার্টবিট প্রডাকশন প্রযোজিত ছবিটি ঈদে মুক্তি পাবে বলে জানান ববি।