পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসাদকে জয়ী হতে সহায়তা করবে হিজবুল্লাহ

Posted on May 26, 2013 | in আন্তর্জাতিক | by

nasrullahসিরিয়ার চলমান পরিস্থিতিতে আসাদ সরকারকে জয়ী হতে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ।শনিবার একটি টেলিভিশন বক্তৃতায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এ ঘোষণা দেন। এ যুদ্ধকে নিজেদের বলে ঘোষণা করে নাসরাল্লাহ বলেন, তার বাহিনীর যোদ্ধারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সিরিয়ায় থাকবে এবং প্রেসিডেন্ট আসাদকে বিজয়ী হতে সহায়তা করবে।

সিরিয়ার এ যুদ্ধে সুন্নিরা জয়ী হলে তা লেবাননসহ এ অঞ্চলের জন্যও হুমকি হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সিরিয়ার চলমান সহিংসতায় হিজবুল্লাহ অংশ নিচ্ছে বলে অভিযোগ করে আসছিল বিদ্রোহীরা। এবারই প্রথম দলটির কোন শীর্ষ নেতা সিরিয়ার আসাদ সরকারের পক্ষে থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিল।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud