November 5, 2025
সনি তাদের এক্সপেরিয়া ডিভাইসের তলিকায় একটি নতুন স্মার্টফোন যোগ করল। স্বল্পমূল্যের এই ডিভাইসটির নাম হচ্ছে এক্সপেরিয়া এম। ৪ ইঞ্চি এই ডিভাইসের আরেকটি ভ্যারিয়েন্টে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা থাকছে। দাম অল্প হলেও এর স্পেসিফিকেশন দেখে আপনি নিরাশ হবেন না। এতে রয়েছে একটি ৮৫৪x৪৮০ স্ক্রীন, এক গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বর্ধিত করা যাবে
তবে এতে এলটিই নেই। এছাড়াও ফোনটি অন্যান্য হাই এন্ড ফোনের মত পানি নিরোধী নয়। তবে এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, থাকছে HSPA+, ব্লুটুথ ৪.০ এবং এনএফসি সুবিধা।
যদিও সনি এর মূল্য সম্পর্কে ধারণা দেয় নি তবে তারা বলেছে আকর্ষণীয় মূল্যে আপনি সনির টেকনোলজি উপভোগ করতে পারবেন। সুতরাং আমরা কম মূল্যে একটি শক্তিশালী ডিভাইস পাওয়ার কথা ভাবতে পারি।
এক্সপেরিয়া এম এবং এর ডুয়েল সিম ভ্যারিয়েন্ট এক্সপেরিয়া এমডুয়াল জুলাই ২০১৩ এর পর থেকে বাজারে পাওয়া যাবে চারটি রঙে। কালো, সাদা, হলুদ এবং ময়ূরপঙ্খী রঙে।
তথ্যসূত্র: ম্যাশেবল