পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আল কায়েদার সঙ্গে সম্পর্ক নেই: জামায়াত

Posted on February 16, 2014 | in জাতীয় | by

jamayat-logo20131013014255-680x365ঢাকা: জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি।  সম্প্রতি সন্ত্রাসবাদী সংগঠনটির বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির নামে প্রচারিত এক অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়। ওই অডিওবার্তা বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘জামায়াতকে জড়িয়ে প্রচারিত খবরের’ উদ্বেগ প্রকাশ করে রোববার দেয়া এক এক বিবৃতিতে এই দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল শফিকুর রহমান। বিবৃতিতে বলা হয়, “ইন্টারনেটে প্রচারিত আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে মর্মে যে সব বার্তা প্রচারিত হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।

“দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এটি একটি নতুন ষড়যন্ত্র কিনা তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। বাংলাদেশ যে কোন ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত।” বার্তায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশিত হয়েছে। এছাড়া গত বছরের হেফাজতকাণ্ডের সূত্র ধরে সরকারের বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে এতে। আর বাংলাদেশ সরকারকে অভিহিত করা হয়েছে ‘ইসলামবিরোধী, ধর্মনিরপেক্ষ সরকার’ হিসাবে। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, “দু’একটি সংবাদ মাধ্যমে আল-কায়েদার সাথে জামায়াতের সম্পর্ক সংক্রান্ত যে সব আজব তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

“আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, আল-কায়েদার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। উপরন্তু আমরা যে কোন ধরনের জঙ্গিবাদকে আন্তরিকভাবে ঘৃণা করি। “কোন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনিয়মতান্ত্রিক কর্মকান্ডের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা নেই। জামায়াত সংবিধানসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে দলীয় রাজনৈতিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

অডিওবার্তায় বলা হয়, “বাংলাদেশের রাজপথে হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ ছিল একটাই- ইসলামবিরোধী ধর্মনিরপেক্ষ সরকারের সঙ্গে কতিপয় বিপথগামী নাস্তিক্যবাদির যোগসাজশের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল। “(বাংলাদেশে) শত শত আলেমকে কঠিন সময় পার করতে হচ্ছে। তাদের আটক করে জেলে পাঠানো হচ্ছে, বিচারের মুখোমুখী করা হচ্ছে; কোনো অপরাধ না থাকার পরও মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা দেয়া হচ্ছে। তাদের একমাত্র দোষ ছিল ইসলামবিরোধীদের বিরুদ্ধে দাঁড়ানো।”

বিবৃতিতে আল-কায়েদার কথিত বার্তার অবতারণা করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্রের ছক সাজানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এই জামায়াত নেতা। এতে বলা হয়, “জামায়াতের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দৃশ্যমান। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, মূলত তারাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কথা বলে বাংলাদেশে ইসলাম পন্থীদের উপর জুলুম এবং নির্যাতন-নিপীড়নের নানা বাহানা তালাশ করেন।

“আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদের নামে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।” এদিকে এক বিবৃতিতে আল-কায়দা নেতা আল-জাওয়াহিরীর নামে প্রচারিত কথিত অডিও বার্তা প্রচারকে এদেশের মুসলমান ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে খেলাফত মজলিস। সংগঠনটির আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ এক বিবৃতিতে বলেন, “ইসলাম বিদ্বেষী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা যে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বাংলাদেশকে হুমকী দিয়ে আল-কায়দার নামে প্রচারিত কথিত অডিও বার্তা সে ষড়যন্ত্রেরই অংশ।”

এর আগে হেফাজতে ইসলামও একই দাবি করে বিবৃতি দেয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud