পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আল কায়েদার ভিডিওবার্তার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

Posted on February 17, 2014 | in রাজনীতি | by

1392625968ঢাকা:  আল কায়েদার ভিডিওবার্তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর ১২টার দিকে দেশের চলমান রাজনীতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আল কায়েদার ভিডিওবার্তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এছাড়া আল কায়েদা নেতা জাওয়াহিরির বাংলাদেশ সফরও বিশ্বাসযোগ্য নয়।  তিনি বলেন, জাওয়াহিরি তিন তিনবার বাংলাদেশে সফর করলেন অথচ দেশের কোনো গোয়েন্দা সংস্থা বা মিডিয়া বিষয়টি জানতেই পারলো না! এটা অবিশ্বাস্য। ফখরুল বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার দলের কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন সভা-সমাবেশে এবং সংসদে অব্যাহভাবে বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা উদ্দেশ্যপূর্ণ ও বানোয়াট। তাদের বক্তব্যের মধ্য দিয়েই আসল চিত্র ফুটে উঠেছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভিডিওবার্তাটি এদেশের আল কায়েদা দিয়েছে, নাকি অন্য আল কায়েদা দিয়েছে তা খুঁজে বের করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অথচ এর আগেই বিএনপিকে জড়িয়ে সরকার দলীয় কতিপয় নেতা মনের মাধ‍ুরী মিশিয়ে মিথ্যাচার করছেন। যা অযৌক্তিক ও হাস্যকর।  ফখরুল আরো বলেন, ভোটারবিহীন নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আল কায়েদা নেতা জাওয়াহিরি বিএনপি-জামায়াত সরকারের আমলে তিনবার বাংলাদেশে এসেছিলেন। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাকি আশ্বস্তও করেছিলেন তিনি।

অভিযোগটি অস্বীকার করে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জাওয়াহিরির এরকম কোনো সফরের প্রশ্নই ওঠে না। কথিত যে তিনটি সফরের কথা কৃষিমন্ত্রী বলেছেন, সম্ভবত সেগুলো ছিল ফখরুদ্দীন-মঈনুদ্দীনের আমল। তিনি যদি এ সম্পর্কে জেনেই থাকেন তা হলে তা এতোদিন গোপন রেখেছেন কেন? এর কারণ কি?– প্রশ্ন রাখেন ফখরুল।

তিনি বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে হবে। ‘আল কায়েদার হুমকির কথা বলে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানার চেষ্টা করেছেন তা আর গোপন থাকলো’ না বলেও মন্তব্য করেন ফখরুল।

জঙ্গিবাদের ধুয়া তুলে বিরোধী দলকে দমনের এটি নতুন কৌশল বলেও মন্তব্য করে তিনি আরো বলেন, কিছু কিছু মিডিয়াকে চাপে রেখে সরকার নিজেদের পক্ষে ব্যবহার করছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud