November 6, 2025
ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে সংঘর্ষ ও নিহতের ঘটনায় সংবাদ পরিবেশন করেছে আর্ন্তজাতিক মিডিয়া। রবিবার এ সংক্রান্ত সংবাদ গুরুত্বসহকারে প্রকাশ করে প্রভাবশালী গণমাধ্যম বিবিসি, সিএনএন ও আল-জাজিরা ।
‘রায়ট পুলিশ ব্যাটল ইসলামিস্টস ইন ঢাকা বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশ ও ইসলামী বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
সংবাদে বলা হয়, হাজার হাজার হেফাজত কর্মী মহাসড়ক অবরোধ করে ঢাকাকে সারাদেশ হতে বিচ্ছিন্ন করে দেয়। তারা ইসলাম অবমাননাকারীদের মৃত্যুর দাবিতে এ অবরোধের ডাক দেয়।
‘ ডেডলি ক্ল্যাশেস ওভার ব্লাসফেমি ইন বাংলাদেশ’ শিরোনামে সিএনএন এর প্রকাশিত সংবাদে বলা হয়, ধর্মঅবমাননাকারীদের মৃত্যুর শাস্তি দাবিতে হাজার হাজার ইসলামপন্থী বিক্ষোভকারী দেশটির রাজধানী ঢাকাকে অবরোধ করে রাখে।
বিক্ষোভকারীরা হয়রত মোহাম্মদ (সা:) এর অবমাননাকারী ব্লগার ও লেখকদের কঠিন আইন করার দাবিতে রবিবার এ বিক্ষোভের ডাক দেয়।
‘প্রটেস্টর ডিমান্ড ব্লাসফেমি ল’ শিরোনামে আল-জাজিরা সংবাদে বলা হয়, হেফাজতে ইসলামীর কর্মীরা মহাসড়কের ৬টি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং ঢাকাকে অন্য শহর থেকে আলাদা করে দেয়।
সংবাদে বলা হয়, ঢাকার কেন্দ্রে অবস্থিত দেশটির সবচেয়ে বড় মসজিদের নিকটে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ রণক্ষেত্রে রুপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয় ।