পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আরো সাত চিকিৎসক সাময়িক বরখাস্ত

Posted on February 16, 2014 | in নির্বাচন কমিশন | by

Healthঢাকা:  কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর নির্দেশে আরো সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিকিৎসকরা হলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সৈয়দ আহসান তৌহিদ, ইএমও ডা. মো. সাখাওয়াত হোসাইন ও জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. মো. জানে আলম মৃধা, ধামরাই’র বোয়াইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. জান্নাতুল ফেরদৌসী, একই উপজেলার কুশুরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. রুমানা আক্তার, ধামরাই’র গাংগুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার এবং বেলিশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জেরিন জিন্দিয়া হোসেন।    স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহনেওয়াজ উল্লিখিত কমপ্লেক্স ও স্বাস্থ্য কেন্দ্রে গত ১২ ফেব্রুয়ারি আকস্মিক পরিদর্শনে গেলে উপরে নাম উল্লেখিত চিকিৎসকদেরকে কর্মস্থলে পাননি। তাদের দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ওই সাত চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  এর আগে গত এক মাসে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরো ১১ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।   মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে এ অভিযোগে মোট ১৮ জন চিকিৎসককে বরখাস্ত করলেন নাসিম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud