পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘আরেকটি ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে’

Posted on July 16, 2017 | in রাজনীতি | by

ডেস্ক রিপোর্ট : আরেকটি ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে আগামী নির্বাচনকে ভাল করা চেষ্টা করা হচ্ছে।’

রোববার দুপুরে ‘শেখ হাসিনার গ্রেপ্তার দিবস ও শিক্ষক নির্যাতন’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেখা করতে যেতে পারেন না।

“এক-এগারোর সরকারের যারা সহযোগী ছিল, তারা এখনো আমাদের আশপাশে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ক্ষমা করতে পারি, কিন্তু ভুলতে পারি না। তাদের চিহ্নিত করে রাখতে হবে, ভুলা যাবে না ‘”, বলেন খালিদ মাহমুদ।
শিক্ষকদের কল্যাণে নেওয়া সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।’

২০০৭ সালের এই দিনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘সেদিন বিনা ওয়ারেন্টে দানবীয় কায়দায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। জনগণের তুমুল প্রতিবাদে তৎকালীন সরকার তাঁকে ছাড়তে বাধ্য হয়।’

সূত্র : এনটিভি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud