September 16, 2025
বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত ‘লুটেরা’ ছবির একটি গানে নয় বার শাড়ি পরিবর্তন করে অন্যরকম এক চমক সৃষ্টি করেছেন দাবাঙ তারকা সোনাক্ষি সিনহা। ‘সানওয়ার লুন’ শিরোনামের এই গানটি দৈর্ঘ্য আড়াই মিনিট।
তবে সোনাক্ষির যে সাজটি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সেটি হলো সাদা ব্লাউজের সঙ্গে হালকা কমলা রঙের শাড়ি। এসময় তার গলায় ছিলো মুক্তার মালা।
একই গানে তিনি নিজেকে আরো সাঁজিয়েছিলেন সবুজ ব্লাউজের সঙ্গে সবুজ রঙের শাড়ি, বেগুনি ব্লাউজের সঙ্গে বেগুনি রঙ শাড়িসহ আরো বেশ কয়েকটি রঙের শাড়িতে। এসময় সবসময়ই তার কপালে ছিলো টিপ ও হাতে চুড়ি।
‘লুটেরা’ ছবিতে সোনাক্ষির এই শাড়ি পড়া সাজ ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছে রণবীর সিং।
আশা করা হচ্ছে আগামী ৫ জুলাই ছবিটি মুক্তি পাবে।