পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ থেকে বাতিল হওয়া হজযাত্রীদের হজ ফ্লাইট

Posted on August 7, 2017 | in ইসলাম | by

ডেস্ক রিপোর্ট : বাতিল হওয়া হজ ফ্লাইটের যাত্রীরা আজ থেকে যেতে পারবেন মক্কায়। গতকাল রবিবার বিমানের চারটি হজ ফ্লাইটের মধ্যে ৩টিই যথা সময়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জানা যায়, হজক্যাম্পে অবস্থান করা বেশিরভাগ হজযাত্রী সকালে ক্যাম্পে আসলে বিকেলের মধ্যেই ফ্লাইট পাচ্ছে। আর রিসিডিউলিং করা ফ্লাইটগুলোর হজযাত্রীদের আগেভাগে জানিয়ে দেয়ায় তাদের হজক্যাম্পে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে না।

এদিকে বিমানের ১৪টি এবং সৌদি এয়ারলাইন্সের চারটি হজ ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় সাড়ে ৭ হাজার হজযাত্রী আটকা পড়েছে। এদের পরিবহন করতে বিমান অতিরিক্ত ১২টি স্লটের জন্য জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বিমানের হজ ফ্লাইট শুরুর পর থেকে ই-ভিসা জটিলতা আর যাত্রী সংকটের কারণে সবমিলে বিমান ও সৌদি এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud