পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ টি-টোয়েন্টির লড়াই

Posted on May 11, 2013 | in খেলাধুলা | by

ban-zimবুলাওয়ে: টেস্ট সিরিজ ড্র আর ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০০৬ সালের পর শনিবারই প্রথম ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

পরিসংখ্যানের বিচারে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত দুই দলের একমাত্র মোলাকাতে বিজয়ী দলের নাম বাংলাদেশ। কিন্তু আরেকটি ক্রিকেট যুদ্ধের আগে পিছিয়ে পড়েছে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। প্রথমত, ওয়ানডে সিরিজে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হার। দ্বিতীয়ত, অধিনায়ক মুশফিকুর রহিমের পদত্যাগের ঘোষণা। যা বাংলাদেশ শিবিরকে টালমাটাল করে তোলে।
তবে এই সব বিষয়কে পেছনে ফেলে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। আর তা করে দেখানোর প্রত্যয় দেখিয়েছেন নাসির হোসেন-রবিউল ইসলামরা। এখন টাইগারদের নতুন বিগ্রেড যদি ওয়ানডের পারফরম্যান্স টি-টোয়েন্টিতে টেনে নিয়ে আসতে পারেন, আর একই সাথে যদি জ্বলে ওঠেন তামিম-সাকিবরা তবে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud