November 6, 2025
যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ আইপ্যাড মিনির নতুন সংস্করণ আনতে পারে অ্যাপল।
নতুন সংস্করণে রেটিনা ডিসপ্লে যুক্ত করতে পারে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি ডিসপ্লেসার্চের গবেষকেরা ধারণা করছেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি বাজারে আনতে পারে অ্যাপল কর্তৃপক্ষ। বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনির ডিসপ্লেতে ৭৬৮ বাই ১০২৪ পিক্সল রেজুলেশন রয়েছে এবং প্রতি ইঞ্চিতে পিক্সলের ঘনত্ব ১৬৩।
গবেষকেরা ধারণা করছেন, নতুন সংস্করণের আইপ্যাড মিনিতে ১৫৩৬ বাই ২০৪৮ পিক্সলের ডিসপ্লে থাকবে। এলজি, শার্প বা জাপান ডিসপ্লের কাছ থেকে আইপ্যাড মিনির ডিসপ্লে কিনতে পারে অ্যাপল।
অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।
এদিকে, প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে শিগগিরই আইফোনের সাশ্রয়ী সংস্করণসহ বেশ কয়েকটি নতুন অ্যাপল পণ্যের ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।