পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অ্যান্ড্রয়েড চালিত ট্যাব নিয়ে ফিরে এলো নোকিয়া

Posted on November 18, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

nokia-n1-fullbleedঅ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ চালিত ট্যাব নোকিয়া এন১ নিয়ে আবারও সবার মাঝে ফিরে এলো নোকিয়া। কয়েকদিন আগেই নোকিয়া পুনরায় সবার মাঝে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজিব সুরি।
২৫০ ডলার মূল্যের এই ট্যাবটি প্রথমে পাওয়া যাবে চীনের বাজারে, চীনা নববর্ষের আগে। পরবর্তীতে এটি পাওয়া যাবে রাশিয়ার বাজারে।
স্পেসিফিকেশন:
৭.৯ ইঞ্চি ডিসপ্লে
২.৪ গিগাহার্জ কোয়াড কোর ইন্টেল অ্যাটম প্রসেসর
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম
২ গিগাবাইট র‍্যাম
৩২ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
ইউএসবি টাইপ-সি
তবে এই ট্যাবে থাকছে না কোন সিম ব্যবহারের সুযোগ। বেশ আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটি সবার মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হবে বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud