পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে বিশ্বকাপ দল

Posted on February 16, 2014 | in খেলাধুলা | by

SAHEDঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দু’দিন বাদে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের দলও ঘোষণা করা হলো রোববার। ১৬ মার্চ থেকে বাংলাদেশের মাটিতে শুরু হতে যাচ্ছে এই বিশ্বসেরা ইভেন্ট। বাংলাদেশের ছেলেদের দলের নেতৃত্ব থাকছে মুশফিকুর রহিমের হাতে, আর মেয়েদের নেতৃত্বে সালমা খাতুন। দুই ম্যাচের সিরিজে মুমিনুল হক না থাকলেও দলে রাখা হয়েছে তাকে। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অলরাউন্ডার সাব্বির রহমানও জায়গা পেয়েছেন। তবে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে রাখা হয়নি, অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বাছাই করা দলে জায়গা পেয়েছেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচক প্যানেলের সভাপতি ফারুক আহমেদ বলেন,‘অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে হয়েছে ছেলেদের দল। বৈশ্বিক ইভেন্ট বিবেচনায় রেখেছিলাম। তাই মুমিনুল হক ও সাব্বির রহমানের মতো তরুণদের সঙ্গে অভিজ্ঞতাও ছিল জরুরী। এই দুজন ছোট ফরম্যাটে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভারসাম্য রাখতে চেয়েছিলাম বলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করা সত্ত্বেও আরাফাত সানিকে বাদ রাখতে হলো।’ সাকিব, রাজ্জাকের সঙ্গে সোহাগ গাজী স্পিনের মূল শক্তি। এতে সহায়ক আছে তিনজনের পেস আক্রমণ। এই দল নিয়ে ফিল্ডিংয়েও আস্থা রাখছেন ফারুক।

আর হোম কন্ডিশনে মেয়েদের দলও ভালো কিছু করবে আশাবাদী তিনি। ছেলেদের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

মেয়েদের দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহম্মেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মন্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমিনা আক্তার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা, সোহেলি আক্তার, শামীমা সুলতানা এবং শায়লা শারমিন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud