পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবশেষে জয় পেল বাংলাদেশ

Posted on May 13, 2013 | in খেলাধুলা | by

bangladesh+zimbabweবুলাওয়ে: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি- টোয়েন্টিতে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরালো বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশ: ১৬৮/৭ (২০ ওভার)
জিম্বাবুয়ে: ১৩৪/৯ (২০ ওভার)
ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সফরকারী বোলারদের রোষানলে পড়ে জিম্বাবুয়ে। ৫ রানে সাজঘরে ফেরেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (২)। তাকে বোল্ড করেন আব্দুর রাজ্জাক। দলীয় ৪৫ রানে অধিনায়ক ব্রেন্ডন টেলরকে (১৫) শিকার করেন সাকিব আল হাসান। আট রান যোগ হতেই শফিউল ইসলামের বলে মাহমুদুল্লাহ’র তালুবন্দী হয়ে বিদায় নেন ভুসি সিবান্দা। ১৯ বলে তিনটি চার ও এক ছয়ে ৩২ করেন তিনি। ৭৮ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। প্রান্ত বদলের সময় রবিউল ইসলামের থ্রোতে উইকেট হারান সিয়ান উইলিয়ামস (১৬)।
জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন হন ৯৯ রানে। আব্দুর রাজ্জাকের দ্বিতীয় শিকার হন ম্যালকম ওয়ালার (১০)। ১২০ রানের মাথায় বিদায় নেন সিকান্দার রাজা। সাকিব আল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে করেছেন ৩২। পরবর্তী ব্যাটসম্যানরা উইকেটে আসা যাওয়ার মধ্যে থাকায় ১৩৪ রান পর্যন্ত যেতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
২২ রানে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম।
এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪ রানে প্রথম উইকেট হারায় সফরকারী। প্রসপার উতসেয়ার বলে শামসুর রহমানকে (২) তালুবন্দী করেন ম্যালকম ওয়ালার। তামিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন সাকিব। সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন সাকিব । মুসাঙ্গবির বলে রাজার হাতে ধরা পড়ার আগে ২৮ বলে ছয়টি চার ও এক ছয়ে ৪০ করেন তিনি।
দলীয় ১০১ রানে তৃতীয় উইকেটের পতন হয়। উতসেয়ার দ্বিতীয় শিকার হন তামিম ইকবাল। ৩০ বলে ছয় বাউন্ডারি ও এক ছয়ে ৪৩ আসে তামিমের ব্যাটে। অপর ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ১২ বলে দুই চারের সাহায্যে ১৭ ও নাসির হোসেন ২৩ বলে তিন বাউন্ডারিতে করেন ২৭।
উতসেয়া ১৫ রানে দুটি উইকেট নেন। এছাড়া ভিতরি, হ্যামিল্টন মাসাকাদজা, পানিয়াঙ্গারা ও মুসাঙ্গবি একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ছয় রানে পরাজিত হয় সফরকারীরা।
বাংলাদেশ: তামিম ইকবাল, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ, মমিনুল হক, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম।
জিম্বাবুয়ে: হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, সিয়ান উইলিয়ামস, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার,নাতসাই মুসাঙ্গবি, তিনাশে পানিয়াঙ্গারা, প্রসপার উতসেয়া, ব্রিয়ান ভিতরি ও সিঙ্গি মাসাকাদজা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud