পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অন্তবর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

Posted on June 7, 2013 | in জাতীয় | by

sheikh-hasina

ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী ২৫ অক্টোবর বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। সে সময় অন্তবর্তীকালীন সরকার গঠন হবে এবং সে সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে।           নতুন বার্তা

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্লামেন্টারী পার্টির বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বেঠক সুত্র আরো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, “তাকে মনে রাখতে হবে তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার চার্জশিটভুক্ত আসামি। তার নির্দেশেই ২২ জন মারা গেছে। সে আইভি রহমানের খুনি।”

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তাদের পর্যাপ্ত পরিমাণ টিআর-কাবিখা বরাদ্দ দেয়া হলেও কাজ করেননি। তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না- এমন দলীয় সংসদ সদস্যদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এমপিদের এলাকায় যেতে হবে। তারা তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালো করতে না পারলে মনোনয়ন পাবেন না। কারণ সামনের নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে।

পার্লামেন্টারি পার্টির এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সংসদ সদস্যদের বাজেট অধিবেশনে আলোচনার সময় যুক্তিতর্ক তুলে ধরার পরামর্শ দেন। এসময় সরকারের উন্নয়নমুলক কাজের বিবরণ দেয়ার জন্যও নেতাদের দিকনির্দেশনা দেন তিনি। শেখ হাসিনা বলেন, এমন কথা বলা উচিত নয়, যার সূত্র ধরে বিরোধী দল ওয়াক আউট করে।

বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু ত্রাণমন্ত্রী মাহমুদ আলীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, এ মন্ত্রী টিআর-কাবিখার বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন করতে পারছেন না।

বৈঠক সূত্র জানায়, এমপিরা স্কুল কলেজের এমপিও ভুক্তির দাবি জানান। তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় আসলে এমপিও ভুক্তি করা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud