December 13, 2025
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১০টায় রাজধানীর উত্তরার একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উত্তরার ৪নং সেক্টর, ১৫ নং রোডের ১৮নং হাউজ থেকে বিএনপি নেতা খোকাকে আটক করা হয়েছে। এছাড়া খোকার দেহরক্ষী আরিফুল ইসলামকে আটক করা হয়। বৃহস্পতিবার গাড়ি পুড়ানো মামলায় খোকাকে গ্রেফতার দেখানো হয়। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সাম্প্রতিক হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীতে সংঘটিত নানা সহিংসতার ঘটনায় কয়েকটি মামলায় তাকে আসামি করেছে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর আগে সর্বশেষ গত মার্চ মাসে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে পরদিন তাকে ছেড়ে দেয়া হয়।