October 3, 2025
শ্যামল কান্তি নাগ : চ্যালেঞ্জ আছে, উচ্চাভিলাষ আছে, বিশাল প্রত্যাশার চাপও আছে। একই সঙ্গে আছে গণতন্ত্রের মোড়কে রাজনৈতিক সফলতা অর্জনের কৌশল। সব মিলিয়ে ষোল কোটি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে দশম সংসদে প্রস্তাব আকারে ৪৩ তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট হচ্ছে একটি দেশের একটি বর্ষের আয় ব্যয়ের গাণিতিক হিসাব। বিকেল সাড়ে ৩ টায় টই-টম্বুর সংসদে অর্থমন্ত্রী নতুন ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পেশ করেন। এটা অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিতের অষ্টম বাজেট পেশ। আওয়ামী লীগ সরকারের পক্ষে এটা তার ষষ্ঠ বাজেট। এর আগে হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের অর্থমন্ত্রী হিসেবে দুটি বাজেট পেশ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ বার বাজেট পেশ করে রেকর্ডের খাতায় শীর্ষে রয়েছেন বিএনপির সাবেক সিনিয়র নেতা ও অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান। ৬টি বাজেট দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ্ এম এস এস কিবরিয়া। বাজেট অধিবেশনে উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। নতুন অর্থবছরের বাজেটে দেশজ মোট উৎপাদন (জিডিপি) নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মোট আয় ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব থেকে আয় হবে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হচ্ছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। অর্থাৎ বাজেটে ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। এই ঘাটতি দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি ঋণ এবং আর্থিক অনুদান থেকে মেটানো হবে। ….রা: বি: