পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাজেট বক্তৃতা শুরু

Posted on June 5, 2014 | in জতীয় সংসদ | by

Sangshad_2সাইফ নাসির : ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রায় আড়াই লÿ কোটি টাকার বাজেট পেশ হচ্ছে এবার। এবারের বাজেট ঘাটতি ধরা হয়েছে সাড়ে ৬৭ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে ব্যাংকসহ দেশীয় খাত থেকে ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা এবং বিদেশ থেকে ১৮ হাজার ৬৯ কোটি টাকা ঋণ নেবে সরকার। বেলা ৩টা ৩৬ মিনিটে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীকে বাজেট পেশের অনুমতি চাইতে বলেন। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। এর আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের প্র¯Íাবিত বাজেট। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের কেবিনেট কÿে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্র¯Íাবিত বাজেট অনুমোদিত হয়। পৌনে দুই ঘন্টার এই বৈঠকে অর্থমন্ত্রিসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে বাজেট বিরোধী কোনরকম মিছিল হলেই গ্রেপ্তার করবে আইশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার পুলিশের উর্দ্ধতন কর্তৃপÿ ঢাকা মহানগরের সকল থানায় এমন নির্দেশনা পঠিয়েছে। এই বার্তার পরপরইর্ রাব ও পলিশ রাজপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও রা¯Íার মোড়ে অবস্থান নিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud