October 3, 2025
নারায়ণগঞ্জ: র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে চতুর্থ দফায় রিমান্ডে হলো। আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা পাঁচ অপহরণ ও খুনের মামলায় গত শুক্রবার তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এ সময় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ এবং হত্যার অভিযোগে চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার সাহার দায়ের করা হত্যা মামলায় তাকে আরো সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর পর তারেক সাঈদকে প্রথমে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত। হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে আট দিনের রিমান্ড দেওয়া হয়। ওই রিমান্ড শেষে গত শুক্রবার তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। আজ বুধবার আবারও তারেক সাঈদকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। এ নিয়ে তাকে চতুর্থ দফা রিমান্ড দেওয়া হল। ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।