পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আরো দুই দিন চলবে অভিযান!

Posted on June 3, 2014 | in জাতীয় | by

MAP BDহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি গভীর অরণ্যে সন্ধান পাওয়া সমরাস্ত্র উদ্ধারে প্রয়োজনে আরো দুই দিন অভিযান চলবে। এ কথা জানিয়েছেন র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড উইং) উইং কমান্ডার হাবিবুর রহমান। মঙ্গলবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। র‌্যাবের এ পরিচালক আরো বলেন, সোমবার গভীর রাত থেকে র‌্যাব-৯-এর সদস্যরা সাতছড়ি গভীর অরণ্যে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেন। এ অভিযানে ২ শতাধিক রকেট লঞ্চার, ট্যাংকবিধ্বংসী বিস্ফোরক, ২ শতাধিক মর্টার সেল, রকেট লঞ্চারের চার্জার-অয়েলসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত থেকে হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি অরণ্যের দূরত্ব ৩ কিলোমিটার। এ অরণ্যে অস্ত্রের মজুত গড়ে তোলে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা। উইং কমান্ডার হাবিবুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত এক-তৃতীয়াংশ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে র‌্যাব। বাকি অস্ত্র উদ্ধারে আরো দুই দিন লাগতে পারে বলে তিনি মনে করছেন। প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের এডিজি (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান ও র‌্যাব-৯-এর কমান্ডিং অফিসার মুফতি মাহমুদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud