October 2, 2025
তখন ভোর ৬ টা। সন্তান প্রসবের বেদনায় ভোপালের ইন্দিরা গাঁ ওম্যান এবং চাইল্ড হাসপাতালে ছটফট করছেন প্রীতি। আর বাইরে সবাই অপেক্ষা করছেন। কখন কেদে ভুমিষ্ট হয় শিশু? একটু পরেই প্রীতির কোল জুড়ে আসে ফুটফুটে শিশু। আনন্দে ফেটে পড়ে আত্মীয় স্বজনরা। কিন্ত পরক্ষণেই স্তম্ভিত হয়ে যায় সব আনন্দ। শিশুটিকে বাঁচানোর জন্য প্রার্থণা করতে থাকে পুরো গান্ধীনগরবাসী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুদের দেহে রয়েছে তিনটি পা। শিশুটির তৃতীয় পা তাঁর কাঁধ থেকে বেরিয়েছে। এখন বাঁচানোর জন্য লড়াই চলছে হামিদিয়া হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, এই ঘটনা একেবারেই বিরল। জানা যায়, ভোরে প্রীতি একই সঙ্গে দুইটি শিশুর জন্ম দেয়। এর মধ্যে একটি স্বাভাবিক হলেও, অপরটি তিনটি পা নিয়ে জন্মেছে। শিশুটির শারীরিক অবস্থার কথা বিচার করে চিকিৎসকেরা বাচ্চাটিকে হামিদিয়া হাসপাতালে স্থানান্তরিত করে। এইমুহূর্তে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। একজন চিকিৎসক জানান, হয়তো প্রীতির গর্ভে আরও একটি সন্তান ছিল। কিন্তু স্বাভাবিক নিয়মে সে বাড়তে পারেনি। তবে তার দেহের যেকটি অংশ তৈরি হয়েছিল সেকয়েকটি হয়তো দ্বিতীয় সন্তানের দেহের সঙ্গে জুড়ে যায়। তার থেকেই তৈরি হয়েছে এই কঠিন পরিস্থিতি। এবিপিনিউজ।