পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একরাম হত্যা: বিএনপি নেতা মিনারের পুনরায় রিমান্ড নামঞ্জুর

Posted on June 3, 2014 | in ইসলাম | by

minar_BNpফেনী : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের পুনরায় রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত। তবে তাকে ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সাত দিনের রিমান্ড শেষে বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাকে (মিনার) আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খায়রুল আমিন রিমান্ড না মঞ্জুর করেন এবং ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে গত ২৮ মে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। উল্লেখ্য, গত ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে শহরের বিলাসী সিনেমা হলের কাছে প্রথমে গুলি করে ও পরে তার নিজ গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই দিন রাতেই একরামের ভাই জসিম বাদি হয়ে বিএনপি নেতা মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৪ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত ২৭ মে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud