পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাচের ঘরে বাস করে ঢিল ছুঁড়বেন না : ফখরুল

Posted on June 3, 2014 | in রাজনীতি | by

43486_faqrulনয়াপল্টন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাচের ঘরে বাস করে অন্যের ঘরে ঢিল ছুঁড়বেন না। যতই মিথ্যাচার করুন লাভ হবে না। তিনি বলেছেন, শেখ মুজিব হত্যায় জিয়া নয়, আওয়ামী লীগ নেতারাই জড়িত। কেননা খন্দকার মোশতাক শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্টজন ছিলেন। তাছাড়া শেখ মুজিব হত্যার পর মোশতাকের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় আওয়ামী লীগ নেতারাই শপথ নিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, গুম-খুন ও অপহরণের বিষয় ধামাপাপা দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। ‘মুজিব হত্যায় জিয়াউর রহমান বেঁচে থাকলে তাকেও আসামি করা হতো’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মামলার ব্যাপারে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। গোটা জাতিকেই তিনি আজ আসামি করে রেখেছেন। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেই। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য কাণ্ডজ্ঞানহীন। এমন বক্তব্য দিয়ে তিনি জাতিকে বিভ্রান্ত করেছেন। তাছাড়া ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে আসলেন আর একই মাসের ৩০ তারিখে জিয়াউর রহমান নিহত হলেন। বিষয়টি নিয়ে এখন নতুন করে ভাবতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের তদন্ত করা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud