পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চুনারুঘাটে দুই শতাধিক রকেট লঞ্চার উদ্ধার

Posted on June 3, 2014 | in জাতীয় | by

MAP BDহবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গভীর বনে বিশেষ অভিযান চালিয়ে দুই শতাধিক রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এখানে তিনটি বাংকারের ভেতর এসব আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। র‌্যাবের এডিজি (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, রোববার থেকে সাতছড়ির বনাঞ্চলে এ অভিযান চলছে। দুপুর পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud