পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবারো ৩ দিনের রিমান্ডে জাহিদ

Posted on June 2, 2014 | in সারা দেশ | by

41104_feni pic__25.05.2014ফেনী:  ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী জাহিদ চৌধুরীকে আবারো ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।   সোমবার বিকেল ৫টায় মামলার তদন্ত কর্মকর্তা জাহিদকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জাহিদকে ৮ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। জাহিদ ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud