পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আ.লীগ

Posted on June 2, 2014 | in জাতীয় | by

DJঢাকা : দেশের বিদ্যমান পরিস্থিতি ও দলীয় কোন্দল নিয়ে আওয়ামী লীগ একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। জামাত নিষিদ্ধ করতে বর্তমান আইন সংশোধন করে সময়োপযোগী করতে আইন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধী ও জামাতের বিচার হবেই তবে এটি নিয়ে সকল সংশয় দূর করে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত।তিনি বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাতে ইসলামীর বিচার হবেই। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নেই। কোনো রকম সন্দেহ-সংশয়েরও সুযোগ নেই।এ সময় বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবির সমালোচনা করেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা। সুরঞ্জিত বলেন,সোমবার আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সভা আছে। দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও কার্যনির্বাহী সংসদকে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আমার মনে হয়, আওয়ামী লীগ একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি বলেন,জনগণের সঙ্গে গণতান্ত্রিক সরকারের সম্পর্ক থাকে একটি দলের মাধ্যমে।

সময়ের দাবি আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করা। সরকারের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তাদের কর্মসূচি দিতে হবে। যুদ্ধাপরাধী ও জামায়াতের বিচার হবেই বলে দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের বিচার হবেই। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নেই। কোনো রকম সন্দেহ সংশয়েরও সুযোগ নেই। বর্তমান ও সাবেক আইনমন্ত্রীর একেক রকম ব্যাখ্যা উল্লেখ করে তিনি বলেন, আইনবিদদের একটি সমস্যা আছে।যেকোনো বিষয়ে আইনের বৈচিত্র্যময় ব্যাখ্যা আছে। তবে আইনের ওইসব ব্যাখ্যা মিডিয়াতে না আসলেই ভালো হত।

এ জাতীয় বৈচিত্র্যময় ব্যাখ্যার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালত থেকে।তবে, বিচারের স্বার্থে কোনো সংশোধনী দরকার হলে আইন মন্ত্রণালয় তা করতে পারে। বাংলাদেশের উন্নয়নের এ সময়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। শিক্ষার হার আগের চেয়ে বেড়েছে। এ মুহুর্তে মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর।বিরোধী জোট রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিষয়টি অনুধাবন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud