পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আরো ২ নতুন উপজেলা

Posted on June 2, 2014 | in নির্বাচন কমিশন | by

BD MAPঢাকা : দেশে আরো দু’টি নতুন উপজেলা হচ্ছে। এগুলো হচ্ছে, খাগড়াছড়ির গুইমারা ও সিলেটের ওসমানীনগর। থানা থেকে এগুলোকে উপজেলা করার সিদ্ধান্ত হয়েছে। দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা আছে। নতুন দু’টি উপজেলা হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৮৯টি। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া সভায় পঞ্চগড়ের দেবীগঞ্জ ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌরসভা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud