পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিয়ানমারের রণসজ্জা, সীমান্ত ছাড়ছে এলাকাবাসী

Posted on May 31, 2014 | in জাতীয় | by

83288_1বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা ভারী অস্ত্র ব্যবহার করছে। দোছড়ি সীমান্তে বিজিবি ও বিজিপি নিজ নিজ সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করেছে। শনিবার সকাল থেকে বিজিবি অবজারভেশন পোস্টে (বিওপি) সেনা সদস্যসহ আরো প্রায় দেড় শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি কক্সবাজার চট্টগামের বিভিন্ ব্যাটালিয়ন থেকে তাদের আনা হয়। আপরদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীও তাদের সীমান্তেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলে উভয় দেশের সীমান্ত এলাকা জনশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে পাইনছড়ি এলাকার আশপাশের পাড়াগুলোর লোকজন নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। উল্লেখ্য গত বুধবার মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের গুলিতে নিহত হন বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান। শুক্রবার তার লাশ ফেরত দেয়ার কথা থাকলেও তা না দিয়ে উল্টো গুলি বর্ষণ করে বিজিপি। পাল্টা গুলি চালায় বিজিবি। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গুলিবিনিময়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা ভারী অস্ত্র ব্যবহার করে। এদিকে আজো মিয়ানমার সীমান্ত বাহিনীর পক্ষ থেকে নিহত বিজিবি সদস্যের লাশ ফেরত দেবার প্রতিশ্র“তি দিলেও বিজিবি তাতে সাড়া দেয়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud