October 1, 2025
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে আজও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় শুক্রবার নিখোঁজ হওয়া বিজিবির হাবিলদার মোতালেব’সহ চার বিজিবি সদস্যকে পাইনছড়ি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। অন্যরা হলেন-ল্যান্স নায়েক বাতেন, সিপাহী জাহাঙ্গীর ও আমিনুল। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল লুত্ফর করীম।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে নিহত পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। বিজিবি সদস্য মিজানের মৃত্যুর বিষয়টি মিয়ানমার সীমান্তরক্ষীরা স্বীকার করলেও লাশ কখন ফেরত দেওয়া হবে সেটি নিশ্চিত করেনি। তবে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।
স্থানীয়দের দাবী, দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তে শনিবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তরক্ষীরা ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
সীমান্তরক্ষীর পোশাকে মিয়ানমার সেনাবাহিনীও দৌছড়ি, পাইনছড়ি, তুমব্রু এবং বাইশফাঁড়ি সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছেন। আতঙ্কে সীমান্ত অঞ্চলের বাসিন্দাররা দূরদূরান্তে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল লুত্ফর করীম জানান, নাইক্ষ্যংছড়ি থেকে থানছি পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বিওপিগুলোতে বিজিবি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মওজুদ করা হয়েছে ভারী অস্ত্রশস্ত্র-গোলাবারুদ। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মে বুধবার সকালে নাইক্ষ্যংছড়িতে দৌছড়ি সীমান্তে বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে পাইনছড়ি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক মিজানুর রহমান মারা যান। মৃত্যুর পর অস্ত্র’সহ বিজিবি সদস্যের লাশ নিয়ে যান মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নিয়ে শুক্রবার বিকালেও দৌছড়ি সীমান্তে ফের বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। দু’দেশের সীমান্তরক্ষীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী চলে থেমে থেমে গোলাগুলির ঘটনা।