পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিজিবি সদস্যের লাশ হস্তান্তর নিয়ে ধোঁয়াশা

Posted on May 31, 2014 | in জাতীয় | by

urlনাইক্ষ্যংছড়ি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ ফেরত দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি করছে মিয়ানমার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াত মো, সায়্যিদুল ইসলামজানান, ‘বিজিবি সূত্রে জেনেছি, আজ মিজানুরের লাশ হস্তান্তরের কথা ছিল। কিন্তু লাশ হস্তান্তর করা হয়নি।’ এ ব্যাপারে ঢাকায় বিজিবি সদর দপ্তর ও নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্মকর্তাদের যোগাযোগ করা হলে তাঁরা এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। বিজিবির চট্টগ্রাম অঞ্চল ও কক্সবাজার সেক্টর সদর দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ির ৫২ থেকে ৫৪ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে বিজিবির কাছে একটি মরদেহ নিয়ে আসার কথা ছিল। ওই মরদেহ বিজিবির নিখোঁজ নায়েক মিজানুর রহমানের বলে শনাক্ত হলে বিজিবি কর্তৃপক্ষের গ্রহণ করার কথা ছিল। এ জন্য বিজিবির সদস্যরা কফিন নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। কিন্তু বিজিপি কোনো মরদেহ না এনে যোগাযোগ বন্ধ করে দেয়৷ এরপর হঠাত্ বেলা আড়াইটার দিকে বিজিবি সদস্যদের ওপর গুলি ছুড়তে শুরু করে তারা। … প্রথম আলো

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud