October 1, 2025
বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে প্রেমে হাবুডুব খাচ্ছেন শ্রুতি হাসান।শ্রুতির নতুন প্রেম সুরেশ রায়না তাদের সম্পর্কটা ক্রমেই গাঢ় হচ্ছে। তবে জনসম্মুখে এ নিয়ে মুখ খুলছেন না কেউই। আপাতত ডুবে ডুবেই জল খেতে চান তারা। রায়নার সঙ্গে ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসানের জ্যৈষ্ঠ কন্যা শ্রুতির পরিচয় হয় গত বছর বন্ধুদের এক অনুষ্ঠানে। শুরুতে বন্ধুত্ব, অতঃপর প্রেম। এখন তারা যেন দুটি মনে এক প্রাণ!
দু’জনে প্রেমের বাঁধনে জড়িয়ে থাকতে অবিচল। শত ব্যস্ততার মধ্যে একান্তে সময় কাটাতে ভোলেন না তারা। নিজেদের সফল পরিণতির বিষয়ে দু’জনই মনোযোগী। গত ১৫ মে ভারতের মিরর পত্রিকা সুরেশ রায়নার সঙ্গে শ্রুতির বিশেষ সম্পর্কের কথা প্রথম ফাঁস করে দেয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের পক্ষে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে উল্লাসরত অবস্থায় দেখার পর সাংবাদিকদের বুঝতে বাকি থাকে না ডাল মে কুছ কালা হ্যায়!
ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, শ্রুতিকে নিজের লাকি মাস্কট মনে করেন রায়না। তিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন। এমনকি বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন এই ২৭ বছর বয়সী। সুরেশ রায়নার আগে ’রঙ দে বাসন্তী’ ছবির অভিনেতা সিদ্ধার্থর সঙ্গে দেড় বছর চুটিয়ে প্রেম করেছেন শ্রুতি। তারা থাকতেনও একই ছাদের নিচে। ২০১১ সালের অক্টোবরে তাদের সম্পর্ক ভেঙে যায়।
অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের মেয়ে পূর্ণার সঙ্গে রায়নার মন দেওয়া-নেওয়ার গুঞ্জন ছিল। যদিও পূর্ণা বরাবরই তা অস্বীকার করেছেন। রায়নাও এ নিয়ে মুখ খোলেননি। এবার শ্রুতির সঙ্গে তার প্রেমের সফল সমাপ্তি হয় কি-না দেখা যাক।