October 2, 2025
ঢাকা: এবার তারহীন চার্জার বাজারে ছেড়ে চমক সৃষ্টি করেছে সনি। এর আগে এক্সপেরিয়া জেড২ নামের স্মার্টফোন বাজারে ছেড়ে বেশ আলোড়ন তোলে প্রযুক্তি জগতের মাতবর শ্রেণীর এ কোম্পানিটি। তবে তারহীন ওই চার্জার শুধু এক্সপেরিয়া জেড২ এর জন্যই। ফোনটি বাজারে ছাড়ার আগে অবশ্য এর তারহীন চার্জারের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল সনি। তারহীন এ চার্জারে আছে একটি প্লেট ও ফোন কভার। ফোনের গায়ে কভার পরিয়ে ওই প্লেটের ওপর রাখলেই চার্জ হবে। তবে এ চার্জার সব দেশের বাজারে এখনও পাওয়া যচ্ছে না। সনির ওয়েবসাইটেও এর দাম লেখা নেই। তবে জানা গেছে, ইউরোপের বাজারে এটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।