পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারহীন চার্জার আনলো সনি

Posted on May 29, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

P1010216 copyঢাকা: এবার তারহীন চার্জার বাজারে ছেড়ে চমক সৃষ্টি করেছে সনি। এর আগে এক্সপেরিয়া জেড২ নামের স্মার্টফোন বাজারে ছেড়ে বেশ আলোড়ন তোলে প্রযুক্তি জগতের মাতবর শ্রেণীর এ কোম্পানিটি। তবে তারহীন ওই চার্জার শুধু এক্সপেরিয়া জেড২ এর জন্যই। ফোনটি বাজারে ছাড়ার আগে অবশ্য এর তারহীন চার্জারের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল সনি। তারহীন এ চার্জারে আছে একটি প্লেট ও ফোন কভার। ফোনের গায়ে কভার পরিয়ে ওই প্লেটের ওপর রাখলেই চার্জ হবে। তবে এ চার্জার সব দেশের বাজারে এখনও পাওয়া যচ্ছে না। সনির ওয়েবসাইটেও এর দাম লেখা নেই। তবে জানা গেছে, ইউরোপের বাজারে এটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud