পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বদলে যাচ্ছেন সোহাগ গাজী

Posted on May 28, 2014 | in খেলাধুলা | by

Sohag-Gazi4-600x364ঢাকা: জাতীয় দলের অন্যতম সেরা স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী। ২০১২ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। ক্যারিয়ারের প্রথম টেস্টে দারুণ খেলেছিলেন তিনি। টানা দুই বছর দাপটের সঙ্গেই ক্রিকেট খেলেছেন। কিন্তু ২০১৪ সাল শুরু থেকেই যেন বোলিং ও ব্যাটিংয়ে ছন্দ হারিয়ে ফেলেন ২২ বছর বয়সী ডানহাতি এ স্পিনার। নিজের হারিয়ে ফেলা ছন্দ ফিরে পেতে তাই মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট খেলে ৩৮ উইকেটের পাশাপাশি ৩২৫ রান করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ১৬ ম্যাচে ১৯ উইকেট এবং ব্যাট হাতে ১৫৬ রান করেন জাতীয় দলের এ স্পিনার। ভারত সিরিজের আগে অনুশীলনের মধ্য দিয়েই নিজেকে বদলাতে চান সোহাগ গাজী। বুধবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সোহাগ এমন কথাই বলেন। সোহাগ গাজী বলেন, ‘একজন খেলোয়াড়ের একটি সিরিজ খারাপ কাটতেই পারে। কিন্তু তারপরও আমি ভাল করতে চাই। ভাল করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি আমি ভালো করতে পারবো।’

এছাড়া তিনি বলেন,‘একজন বোলার কি করতে হবে তা জানেন। একজন বোলারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজের বোলিং নিয়ে কাজ করছি। বোলিংয়ের ছন্দ ফিরে পেতে কাজ করে যাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ দিক।’ জাতীয় দলের অন্যতম সেরা স্পিনারটি দলের উন্নতির জন্য বোলিং,ব্যাটিং ও ফিল্ডিং ছাড়াও সকল বিভাগেই কোচ নিয়োগ দেয়া প্রয়োজন বলে মনে করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি দলের প্রত্যেক বিভাগের জন্য একজন করে কোচ নিয়োগ দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করি।’

নিজের বোলিংয়ের ভেরিয়েশন নিয়ে তিনি বলেন,‘আমার বোলিংয়ে ভেরিয়েশন আনতে চেষ্টা করছি। আশা করছি ভালো করতে পারবো। প্রতিপক্ষকে দ্রুত ঘায়েল করতে পারবো। সব মিলিয়ে নিজের বোলিং নিয়ে কঠিন কাজ করছি। আমি দিন দিন উন্নতি করছি।’

ক্যারিয়ারের শুরু নিয়ে তিনি বলেন,‘পূর্বে যে ফর্মে ছিলাম সেই ফর্ম ফিরে পেতে চাই। এ জন্য আমি কাজ করছি। আমি যে জায়গাগুলোতে দূর্বল ছিলাম- সেই জায়গাগুলো নিয়ে কাজ করেছি। এজন্য সাকলাইন মুশতাকের পরামর্শগুলোও মেনে চলেছি।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud