পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রমনায় বোমা হামলা মামলার রায় ১৬ জুন

Posted on May 28, 2014 | in জাতীয় | by

po 01 copyঢাকা: বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়ের তারিখ ১৬ জুন নির্ধারণ করেছেন আদালত। বুধবার আদালত এ দিন ঠিক করেন। এ মামলায় ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হয়। মামলার ১৪ আসামির মধ্যে মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া কারাগারে আছেন। মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন জামিনে আছেন। এছাড়া আসামি মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই পলাতক। ২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন। আদালত মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud