পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মৃত্যু ভয়ে শামীম ওসমান

Posted on June 3, 2014 | in রাজনীতি | by

03_Shamim+Osman_230514_0001ঢাকা: নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান সবার কাছে ‘আগাম’ ক্ষমা চেয়ে নিয়েছেন। গুলিতে তাঁর মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি সবার কাছে ক্ষমা চান। মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের সদ্য প্রয়াত জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ওপর শোক প্রস্তাবের আলোচনায় তিনি আগাম ক্ষমা চান। শামীম ওসমান বলেন, আল্লাহর রহমত যাঁদের ওপর আছে তারাই এই সংসদে এসেছেন। তিনি বলেন, ‘আমি বোমা হামলায় মরিনি, এক্সটেনশন লাইফে আছি’। শামীম বলেন, ‘আমি কীভাবে মরব জানি না। গুলিতে, না স্বাভাবিক মৃত্যু হবে, জানি না। জানি না কী হয়। তাই সবার কাছে আগাম ক্ষমা চাই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud