October 3, 2025
রাজীবুল হোসেনের দেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘বালুঘড়ি’তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তার অভিনীত ২য় ছবি ‘মনপুরা’ মাধ্যমে দর্শকদের কাছের মানুষে পরিণত হন তিনি। তিনিই মিলি, পুরোনাম ফারহানা মিলি ছোট পর্দার প্রিয়মুখ। বর্তমানে এই অভিনয় শিল্পী বিবিসির প্রযোজনায় সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে কাজ করছেন। মানিকগঞ্জে বিজ্ঞাপনটির শুটিং চলছে। এ বিজ্ঞাপনটি প্রসঙ্গে মিলি বললেন, ‘ বিজ্ঞাপনটিতে আমাকে অভিব্যক্তির মাধ্যমে গর্ভবতী মায়ের শারিরীক ও মানসিক অবস্থা ফুটিয়ে তুলতে হবে। এটি সুন্দর গল্পনির্ভর বিজ্ঞাপন হবে বলেই আমার বিশ্বাস।’ পারিবারিক ব্যস্ততার কারণেই বর্তমানে অভিনয় কমিয়ে দিয়েছেন মিলি। তবে আসছে ঈদের জন্য বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে জানতে চাইলে মিলি বললেন, ‘ ভালো গল্প নির্ভর ছবিতে কাজ করার ইচ্ছে আছে। যদি সেরকম কোন চলচ্চিত্রে কাজ করার সুযোগ আসে অব্যশই তাতে অভিনয় করবো।