October 2, 2025
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙ্গে দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সুপারিশ করা হয়েছে। বাংলাদদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ও ৪৭ ধারা অনুযায়ী ব্যাংকটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়েছে। এ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং সচীব ও অর্থমন্ত্রী বরাবর চিঠি দেয়া হয়। এছাড়া ঋণ কেলেংকারিসহ ব্যাংকটিতে চলমান দুর্নীতি অনিয়মের কারণে এ প্রতিষ্ঠানটি জর্জরিত বলে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে।